'কমরেড, সমবেদনা রইল', জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা - Ei Bangla
Ei Bangla পশ্চিমবঙ্গ ‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা

‘কমরেড, সমবেদনা রইল’, জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে খোঁচা


নিউজ ডেক্সঃ নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) বড় ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। এক সাক্ষাত্‍কারের কারণে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সমস্ত মামলা স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে নাম না করে টুইট মারফত খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তিনি আজ শুক্রবার এক টুইট বার্তায় বলেন, ‘সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ‘ সব কা বিকাশ’ কাকে বলে।
বিকাশ ছুঁলে কী হয়। কমরেড, সমবেদনা রইল।’ বিশিষ্ট মহলের দাবি, নাম না করে এই খোঁচা বিচারপতিকেই দিয়েছেন কুণাল ঘোষ।

এদিকে শীর্ষ আদালতের এই নির্দেশ তাত্‍পর্যপূর্ণ, কারণ কেলেঙ্কারি মামলায় বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের আদেশই রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিল এবং তারই একাধিক রায়দানের পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়েছিল।

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য আলাদা বিচারক চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?মুখ্যমন্ত্রীর ধর্নার ৪৮ ঘণ্টা পরেই টাকা পাঠালো কেন্দ্র! কত জেনে নিন?

বকেয়া আদায়ের দাবিতে দু’দিন রেড রোডে বাবাসাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না কর্মসূচি শেষ হওয়ার ৪৮ ঘণ্টা মধ্যেই কেন্দ্রীয় বরাদ্দ পেল রাজ্য। ১০০ দিনের কাজের

রাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুররাতের অন্ধকারে পঞ্চায়েতের ফাইল লোপাটের চেষ্টা! রণক্ষেত্র মালদার হরিশ্চন্দ্রপুর

মালদাঃ– রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ফাইল লোপাট করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল এবং সিপিএম সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে নয়টা

বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলিবিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা। হুগলির সুগন্ধায় পঞ্চায়েত অফিসের বিজেপির মিছিলে নজরে এল সিপিএমের লাল পতাকা। বিজেপির মিছিলে কেন সিপিএমের পতাকা, বুধবার এ নিয়ে শোরগোল হুগলির রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, সিপিএম

CBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনCBSE: 2024 সালে বোর্ডের নতুন সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন

এই শিক্ষাবর্ষ থেকেই বড় বদল আনতে চলেছে সিবিএসই (CBSE)। ২০২৪ সালের বোর্ড পরীক্ষার জন্য তৈরি প্রশ্নমালার প্যাটার্নও বদলে দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় বোর্ড। জানানো হয়েছে, লম্বা উত্তররের প্রশ্নের বদলে এমসিকিউ-র

হাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথহাত নেই তাতে কী! পায়ে দিয়ে লিখেই মাধ্যমিক পাশ বর্ধমানের জগন্নাথ

এইবাংলা ডেস্কঃ অসম্পূর্ণ হাত নিয়ে জন্মানো ছেলেকে ছেড়ে চলে গেছেন মা। ঠাকুমা ও পিসি তিল তিল করে বড় করেছেন সেই ছেলেকে। দুই হাত না থাকায় নাম রেখেছিলেন জগন্নাথ। খর্বকায় হাতে

প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে নজরে এবার ২০১৬! ৪২ হাজর ৫০০ প্রার্থীর তথ্য চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় রিপোর্ট চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি নির্দেশ দেন আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে। প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউয়ের দায়িত্বে