উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে - Ei Bangla
Ei Bangla Bangla News (বাংলা খবর) উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব, দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গে


উত্তরবঙ্গে শুরু পাখি উৎসব। দেশ বিদেশ থেকে পাখিপ্রেমীরা ভিড় জমিয়েছেন উত্তরবঙ্গে। জঙ্গলে, পাহাড়ে ঘুরছেন পর্যটকরা। কাঁধে আধুনিক ক্যামেরা। কেউ আবার মনের ক্যামেরায় তুলে রাখছেন পাখির ছবি। কখনও চিলাপাতা, কখনও কোদালবস্তি সংলগ্ন জঙ্গলে, কখনও আবার পাহাড়ি পথে তাঁরা ঘুরছেন। উত্তরবঙ্গের পাখির সমাহার দেখে চোখ ফেরাতে পারছেন না পর্যটকরা। কার্যত পাখির রূপ দেখে ঘোর কাটছে না তাদের। কার্শিয়াংয়ের লাটপাঞ্চার পাখির গ্রাম বলে পরিচিত। আর কোথায় ওদের দেখা পাবেন?

আরো পড়ুন- স্বামীজীর ছায়ায় শ্রীঅরবিন্দ

শুক্রবার থেকে শুরু হয়েছে এই উৎসব। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব। এককথায় পাখি দেখার উৎসব। সহযোগিতায় রাজ্য পর্যটন দফতর। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসেছেন উত্তরবঙ্গে। সেখানকার পাখি দেখে মোহিত তাঁরা। সূত্রের খবর, উত্তরবঙ্গে মোটামুটি ৭৫০ রকমের পাখি রয়েছে। দোয়েল, ময়না, কোয়েল, ঈগল, হর্ন বিল সহ নানা প্রজাতির পাখি রয়েছে উত্তরবঙ্গে।

তবে পর্যটন ব্যবসায়ীদের দাবি, শুধু পাখিকে কেন্দ্র করে উত্তরবঙ্গে পর্যটনের অন্য রাস্তা খুলে দেওয়া যেতে পারে। চিলাপাতায় যে এত ধরনের পাখি রয়েছে তা আগে বিশেষ জানা যায়নি। এককথায় পর্যটনের অন্য় দিশা খুলে যাচ্ছে এবার। বক্সা পাহাড় থেকে কোদালবস্তি, চিলাপাতা থেকে, ডুয়ার্সের একাধিক জঙ্গলে পাখি দেখানোর ব্য়বস্থা করা হচ্ছে পর্যটকদের। পাখিরা কী খায়, কোথায় থাকে, তাদের স্বভাব সহ নানা বিষয় জানানো হবে পর্যটকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের‘কুম্ভকর্ণ সরকার, এবার জাগো’! আন্তর্জাতিক নারী দিবসে কান্না মহিলা চাকরিপ্রার্থীদের

আন্তর্জাতিক নারী দিবসে সমস্ত যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে পথে নামলেন ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কালো পোশাক পরে, কাঁসর-ঘণ্টা-শাঁখ বাজিয়ে, বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা মঞ্চের ব্যানারে শিয়ালদা থেকে

৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

নিউজ ডেক্সঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ৩২ হাজার অপর্শিক্ষিত

দুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশদুবরাজপুর বিস্ফোরণ: সকাল থেকে আরও তৎপর পুলিশ

এগরা, বজবজের পর গতকাল ফের দুবরাজপুরে বিস্ফোরণ হয়েছে। যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণটি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তৎপর রয়েছে পুলিশ। বিস্ফোরণ হওয়া বাড়িটি বর্তমানে

জমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতাজমির সব নথি নিয়ে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়ব, অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা

সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। এই সফরে এসে সোনাঝুড়ির হাট ঘুরে সটান নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি অমর্ত্য সেন (Amartya Sen)